আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত মো. শাহ আলম

রাঙ্গুনিয়া প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জানুয়ারী ২০২২ ০৫:৪১:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন মো. শাহ আলম। চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি স্বাক্ষরিত পত্রে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য তাঁকে নবগঠিত এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন পদাধিকার বলে সদস্য সচিব প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, সদস্য শিক্ষক প্রতিনিধি স্বপন চন্দ্র ভট্টাচার্য, সদস্য অভিভাবক প্রতিনিধি মীর গোলাম মোস্তফা। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলি স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয় প্রবিধান ৩৯ এর উপ-প্রবিধান (২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগসহ সকল দায়িত্ব পালন করবে।