আনোয়ারায় কর্ণফুলী ফার্টলাইজার কোম্পানি লি: (কাফকো)সহ বিভিন্ন শিল্পকারখানায় নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি ও অবৈধ সিবিএ নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কাফকো গেইটের সামনে বিক্ষোভ মিছিল ও বন্দর কমিউনিটি সেন্টারে প্রতিবাদ সমাবেশ করে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি সদস্য এম. মহিন উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য আব্দুর গফুর, বিএনপি নেতা আলী, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সাইদ মানিক, সদস্য আব্দুর রহিম, শাহাজান, সিরাজ, নিশান, নাজিম, শিহাব, জব্বর, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, সদস্য সালাউদ্দিন টুকু, মনির উদ্দিন সেন্টু, জসিম উদ্দিন, সাদ্দাম, আব্দুল মালেক, জহির, গিয়াস, সোহেল, জয়নাল, জানি আলম, হেলাল, মফিজ, সাদ্দাম, উপজেলা ছাত্রদল নেতা মো: ইকবাল, রিফাতুজ্জামান তারেক, এমদাদ, জিয়া, মোজ্জাম্মেল, পাভেল, নজরুল ইসলাম ইমন, আছিফ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে আনোয়ারায় অবস্থিত বিভিন্ন শিল্পকারখানায় বিএনপি এবং অঙ্গসংগঠনের সমর্থিতদের চাকরি দেওয়া হয়নি। আজ আওয়ামী লীগ সরকার পতনের পরও আওয়ামী লীগ সরকারের দোসররা নানাভাবে ব্যবসা বাণিজ্য, নিয়োগ-বাণিজ্য চালিয়ে যাচ্ছে। তা-ই আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসরদের প্রতিহত করতে আমাদের এই প্রতিবাদ সমাবেশ।