আজ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

আঁই এক্কান জিনিস ন'খাই ইবে অইলুযে জামাত শিবির - সাংসদ ভান্ডারী

ফটিকছড়ি প্রতিনিধি | প্রকাশের সময় : শনিবার ২৬ নভেম্বর ২০২২ ০৭:০৬:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

 

হেফাজত, সুন্নী, ওয়াহাবি, যত ধরনের ইসলামিক দল আছে প্রত্যেকের সাথে আমার সুসম্পর্ক রয়েছে। হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর কাছে সব দল একদিকে নজিবুল বশর মাইজভান্ডারি একদিকে। ওনী আমার জন্য দোয়া করেন। আমার বিরুদ্ধে কিছু বললে তিনি বিশ্বাস করেন না। তবে, ইসলামীক সব দলের সাথে ভালো সম্পর্ক থাকলে জামায়াত শিবিরের সাথে কোন সম্পর্ক নেই। আঁই এক্কান জিনিস নখাই ইবে অইলুযে জামাত শিবির ফটিকছড়ি খিরাম ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্ভোধন করতে এসে এমন মন্তব্য করেছেন ফটিকছড়ির সাংসদ ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচন হয়ে যাবে। সে নির্বাচনে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে, আমি এমপি হবো। খিরাম ইউপির চেয়ারম্যান সোহরাব হোসেনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি, জেলা আওয়ামী নেতা সৈয়দ বাকের, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ শাহিন, ফটিকছড়ি থানার ওসি কাজি মাসুদ, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দীন চৌধুরী সম্পাদক জানে আলম, ইউপি চেয়ারম্যান শফিউল আলম, কাজি মাহমুদুল হক, শফিউল আলম, সোয়াইব আল সালেহিন,অহিদুল আলম জুয়েল, কাজি দিদারুল আলম, জিয়াউদ্দিন জিয়া প্রমূখ। ইউপি চেয়ারম্যান সৌরভ সভাপতির বক্তব্যে বলেন, খিরামে কার্পেটিং সড়ক, শান্তিনীড় আশ্রয় প্রকল্প, খিরাম উচ্চ বিদ্যালয় ভবন উদ্বোধন ও ইমাম আবু হানিফা সরকারী প্রাথামিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন হয়েছে। গত তিন বছরে এই খিরামে ২৫ কোটি টাকার কাজ হয়েছে। আরোও কাজ চলমান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের এমপি মহোদয়ের প্রতি খিরামবাসীর পক্ষথেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।