আজ রবিবার ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ই ফাল্গুন ১৪৩১

অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি : | প্রকাশের সময় : সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১০:০৫:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

ফটিকছড়ির ভুজপুরে ৫ দিনের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ১০ ফেব্রুয়ারী (সোমবার) সাড়ে ৪ টার দিকে উপজেলার ভূজপুর কাজীরহাট বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খরব পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

 

বিষয়টি নিশ্চিত করেন ফটিকছড়ি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. কামাল উদ্দিন চৌধুরী। 

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, 'বিকালের দিকে হঠাৎ করে আগুন ধরে যায়। কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে সবাই নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ৫ টি দোকান পুড়ে যায়।'

 

 

ক্ষতিগ্রস্তরা হলেন— মো. কাসেম (তেলের দোকান), বেলাল উদ্দিন (ফুলের দোকান), ইদ্রিস সওদাগর (মুদির দোকান), মো. ইলিয়াস (বাইসাইকেল গ্যারেজ) ও মো. জয়নাল (কুলিং কর্ণার)। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

 

 

ফটিকছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামাল উদ্দিন চৌধুরী জানান, 'তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে।'