বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী দেশে বিভিন্ন মানবিক কাজে এগিয়ে রয়েছে। সিলেট, ফেনী ও ফটিকছড়ির বন্যায় জামায়াতে ইসলামী সবার আগে এগিয়ে এসেছে। দেশের যেকোনো ক্রান্তিকালে জামায়াতে ইসলামী সে ধারাবাহিকতা অব্যাহত রাখবে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে ফটিকছড়ির নারায়ণহাট জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক সংগঠন ‘মানবিক উত্তর ফটিকছড়ি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশের নাগরিক। আগামী নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে একটি মানবিক রাষ্ট্র গড়তে চায়। জামায়াতে ইসলামী শোষণহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চায়।
‘মানবিক উত্তর ফটিকছড়ি’র সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক হাসান শামসুদ্দিনের পৃষ্ঠপোষকতায় ও সংগঠক ওসমান গণির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান নূর মুহাম্মদ আলকাদেরী। এতে উদ্বোধক ছিলেন ভূজপুর থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াত নেতা খালেদুল আনোয়ার, জিয়াউল হক জিয়া, এম এ মান্নান, মাওলানা মহিউদ্দিন আহমেদ, মাওলানা জাহাঙ্গীর আলম, ইয়াসিন আরফাত ও কাউছার সিকদার প্রমুখ।