সোমবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন নগরের কোতোয়ালী থানাধীন জামালখানের আম্বিয়া মেরিন ভবনের নিচতলায় থাকা ‘হাসান বিল্ডার্স’-এর মালিক মোহাম্মদ হাছান। মামলায় বোয়ালখালী কধুরখাীল এলাকার বাসিন্দা মামুন চৌধুরী ও ওয়াহিদুর রহমান বাদশা নামের আরও দুইজনকেও আসামি করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী আনোয়ার হোসেন আজাদ দৈনিক সাঙ্গু বলেন, জামিনে এসে বাদীকে বিভিন্নভাবে হুমকি-ধমকিসহ ফেসবুকে হেয় প্রতিপন্ন করে পোস্ট দেয়ায় মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- মনছুর আলম পাপ্পী (৫৫) ও তার ভাই মো. আলম ববি (৪৮) চট্টগ্রাম নগরের পাহাড়তলীর আব্দুল আলী নগর এলাকার হাজী শফিউল আলমের ছেলে। বাকি তিন আসামি হলেন- সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া এলাকার মো. আবুল মনছুরের ছেলে মো. রমজান আলী (৩৭), একই উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট জাহানাবাদ এলাকার শামছুল আলমের ছেলে মো. কাশেম (৩৬), একই এলাকার জসিম উদ্দিনের ছেলে আবছার হোসেন (১৯)। তখন ওই তিনজন মামলাটিতে গ্রেপ্তার হন। এর আগে ৫ নভেম্বর কালুরঘাট এলাকায় এম হাসান বিল্ডার্সের ড্রেজারের মালামাল চুরির ঘটনায় চান্দগাঁও থানায় একটি চুরির মামলা দায়ের করেন ‘এম হাসান বিল্ডার্স’-এর ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম। এতে ৫ জনকে আসামি করা হয়। পরে একই মামলায় গত ১০ নভেম্বর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন মনছুর আলম পাপ্পী ও তার ভাই মো. আলম ববি। প্রসঙ্গত, ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের বোয়ালখালী থানায় পাপ্পীর বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা হয়েছিল। চুরির ঘটনায় ২০১১ সালের ১৬ অক্টোবর রাজধানীর নিউমার্কেট থানায়ও তার বিরুদ্ধে মামলা হয়।