আজ শুক্রবার ৩ জানুয়ারী ২০২৫, ২০শে পৌষ ১৪৩১
সাতকানিয়ার নলুয়ায় ধর্ম সভায় এম.পি মোতালেব

‘আ.লীগের আমলে সকল সম্প্রদায়ের লোক নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে’

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : বুধবার ১৭ জানুয়ারী ২০২৪ ০৯:০১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপি বলেছেন, আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বলেই এ দেশের সকল সম্প্রদায়ের লোকজন নিরাপদ ও শান্তিতে বসবাস করতে পারে। ধর্ম যার যার, উৎসব সবার-এ ¯েøাগানকে ধারণ করে অন্যান্য ধর্মাবলম্বীর পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের লোকজন নির্বিঘেœ তাদের ধর্মীয় আচরণ-অনুষ্ঠানাদি পালন করে থাকে। এম পি মোতালেব গত মঙ্গলবার রাতে উপজেলার নলুয়া ইউনিয়নের পশ্চিম নলুয়া শ্রী শ্রী বুড়া কালীবাড়ি পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন। এম পি মোতালেব আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পদায়ন করে মূল্যায়ন করেছেন। মুসলিম ছাড়া অন্যান্য সম্প্রদায়ের প্রতিটি ধর্মীয় উৎসবকে নিজের অনুষ্ঠান হিসেবে মনে করে উৎসবের শামিল হয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। মনে রাখবেন, এদেশে যতদিন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকবে ততদিন সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে। বুড়াকালী বাড়ি মন্দির সমন্বয় কমিটির সভাপতি অনুপম চৌধুরীর সভাপতিত্বে ও নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন আইচ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল দাশ মানিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি এড. প্রদীপ কুমার চৌধুরী, চেয়ারম্যান মো. সেলিম, নলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আ.জ.ম সেলিম, মাষ্টার দেলোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান, নলুয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক নুরুল আবছার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আলী ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন প্রমুখ।