আজ শনিবার ৪ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা

৭ ঘণ্টায় উদ্ধার হয়নি একটি বগিও

সাঙ্গু ডেস্ক : | প্রকাশের সময় : রবিবার ১৭ মার্চ ২০২৪ ১০:১২:০০ অপরাহ্ন | জাতীয়

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ৯টি বগি লাইনচ্যুতের ঘটনায় ৭ ঘণ্টায় একটি বগিও উদ্ধার করা সম্ভব হয়নি।

 

রোববার (১৭ মার্চ) রাত ৯টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে ১২টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে আছে।

 

চট্টগ্রামস্থ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, বিজয় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর রাত সাড়ে ৭টায় চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।

 

তিনি বলেন, আমাদের কাজ চললাম রয়েছে। সোমবার (১৮ মার্চ) ভোর ৫টায় বগিগুলো উদ্ধারের কাজ সম্পন্ন হতে পারে। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক হতে সকাল হবে।

 

এদিকে দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিছুর রহমানকে প্রধান করে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

এর আগে, রোববার দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে গরমে রেললাইন বেঁকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়।