আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

হোয়ানকে অনলাইনে জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে এক যুবক খুন

সরওয়ার কামাল, মহেশখালী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ অক্টোবর ২০২৪ ০৮:২৪:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা এলাকায় অনলাইন জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুহাম্মদ জুবায়ের (১৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জুবায়ের হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা গ্রামের মাহবুব বৈদ্যের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, ১লা অক্টোবর সকাল সাড়ে ৯টায় অনলাইনে জুয়া খেলার টাকা ভাগাভাগির ইস্যুতে একই গ্রামের মুহাম্মদ রিদোয়ান ছুরিকাঘাত করে জুবায়েরকে।

গুরুত্বর আহত জুবায়েরকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২রা অক্টোবর সন্ধ্যায় সে হাসপাতালে মৃত্যু বরণ করেন।

এব্যাপারে মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, গত ১লা অক্টোবর মহেশখালীর হোয়ানকে এঘটনা ঘটেছে। এমন ঘটনার কথা কেউই পুলিশ স্টেশনে জানায়নি। অনলাইনে জুয়া খেলার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পুলিশ নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে।