আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

হাটহাজারীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মারক ভলিবল টুর্ণামেন্টের উদ্বোধন

মোঃ পারভেজ, হাটহাজারী প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ২০২১ ০৫:৪৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে হাটহাজারীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মারক ভলিবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে ফরহাদাবাদ সরকারি শিশু পরিবার (বালক) এর উদ্যোগে প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠে এই ভলিবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে হালদা, কর্ণফুলী, সাঙ্গু, এবং মাতামুহুরী নামে মোট চারটি দল এবারের টুর্ণামেন্টে অংশগ্রহণ করেছে। 

সুসজ্জিত ফেস্টুন এবং রঙ-বেরঙের বেলুন উড়িয়ে টুর্ণামেনেন্টের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সহকারী তত্ত্বাবধায়ক মোঃ মমিনূল হক, অফিস সহকারী মোঃ কামরুল হাসান, সহকারী শিক্ষক মুহাম্মদ হারুনুর রশিদ, মোঃ আরিফ হোসেন, সুবীর মিত্র, মোঃ বসু মিয়া, মোঃ মিনহাজ, অভিজিৎ দাশ ও মোঃ শরীফ উদ্দিন প্রমূখ। উদ্বোধনী খেলায় ২-৩ সেটে হালদা দল কর্ণফুলী দলকে পরাজিত করে।