আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১
যান চলাচল বন্ধে দুর্ভোগ যাত্রীদের

হাটহাজারীতে সাধারণ শিক্ষার্থীদের সাথে মাদরাসা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মাহমুদ আল আজাদ, হাটহাজারী : | প্রকাশের সময় : শনিবার ৩ অগাস্ট ২০২৪ ০৮:৫৭:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনে শিক্ষার্থীদের এ প্ল্যাটফর্মটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। 

 

শনিবার (৩ আগস্ট) ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশ থেকে এক দফা ঘোষণা করেন নাহিদ ইসলাম। এ খবর ছড়িয়ে পড়া মাত্র হাটহাজারী মাদরাসার সামনে বিকেল সাড়ে চারটার দিকে প্রায় চার শতাধিক ছাত্রীরা মুহাম্মদ ইরফান উল্লাহ চৌধুরীর নেতৃত্বে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। এরপর বউত দিন খাইউ আর ন খাইউ বলে স্লোগান দেয়। 

 

চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহা সড়ক অবরোধ করে হাটহাজারী মাদরাসার শাহী গেইটের সামনে অবস্থান নেয়।এসময় তাদেরকে সমর্থন জানিয়ে সাধারণ জনগন অংশ গ্রহন করেন।তাদের দাবি ছাত্র নিহতের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার সহ আটককৃতদের মুক্তির দাবি করেন। এসময় তারা আরো বলেন, আর এক মিনিটও এই সরকার ক্ষমতায় থাকবে না। এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। এক দফা দাবিতে রবিবার থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণায় তারা সমর্থন দেন। আগামীকাল থেকে সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু করব। এটি সফল করতে দেশের মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি আহবান জানাই।

 

তারা আরো বলেন,আমরা বিএনপি বা জামাত শিবির নয়।আমরা ছাত্র।আমার ভাইদের রক্তের বদলা নিতে সড়কে অবস্থান করেছি। প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে  সমাবেশ শেষ করেন। এর মাত্র পাঁচ মিনিটের মধ্যে আবারো হাটহাজারী মাদরাসার ছাত্ররা প্রধান গেইট দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে বিভিন্ন ম্লোগান দিয়ে বের হয়ে সড়ক অবরোধ করেন। প্রায় শতাধিক ছাত্ররা বের হওয়ার সময় মাদরাসা কর্তৃপক্ষ প্রধান গেইট বন্ধ করে দিলে বিক্ষুদ্ধ ছাত্ররা গেইট ধাক্কা দিয়ে খুলে ফেলেন।পরে  গেইটে শিক্ষকরা ব্যারিকেট দিলে আর কোন ছাত্ররা বের হতে পারেনি।কিন্তু বের হওয়া ছাত্ররা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন।তারাও ছাত্র সমাজের ব্যানারে ঢাকার ছাত্রদের আন্দোলনকে সমর্থন দিয়ে সড়কে অবস্থান করেন।বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল মহা সড়ক।এসময় শতাধিক জনসাধারণ অংশগ্রহণ করেন। ছাত্রদের বিক্ষোভ ছড়িযে পড়লে হাজার হাজার  মাদরাসার ছাত্ররা বিতরে বিক্ষোভ করেন। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সড়কে অবস্থান নিলেও পরে আগামী কালের কর্মসূচিতে মাদরাসার সকল শিক্ষার্থীরা অংশগ্রহণের অনুমতি দিবে বললে হেফাজতের নেতা মাও কামরুল কাসেমী তখন ছাত্ররা সড়ক অবরোধ তুলে নেন। প্রায় সাড়ে তিনঘন্টা পর যানবাহন ছেড়ে দিলে তীব্র যানজট থেকে জনসাধারণ ও পথচারীরা  চরম দুর্ভোগ থেকে মুক্তি পান। তবে হেফাজতের কোন নেতৃবৃন্দকে এ আন্দোলনে চোখে পড়েনি। পাশাপাশি কোন প্রকার অপ্রীতিকর ঘটনা বা ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন,ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন করেছে। তারাও তেমন কোন বিশৃঙ্খলা করেনি। পুলিশ ও তাদের আন্দোলনে বাধাগ্রস্থ করেনি।তবে জনগণের জানমাল নিরাপত্তায়  পুলিশ কঠোর অবস্থানে ছিল।