হাটহাজারীতে দেড় হাজার লিটার চোলাই মদসহ রুবেল (২৫) নামে এক যুবককে আটক করছে মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্র। মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত ২ ঘটিকার সময় পুলিশ পরির্দশক(নিঃ) মোঃ সোহরাওয়ার্দী সঙ্গীয় অফিসার ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নজুমিয়ারহাট কপ্তাই রাস্তার উপর হইতে একটি ট্রাক থেকে তাকে আটক করে। সে রাঙ্গুনিয়া থানার মঘাইছড়ির মোঃ ওসমানের পুত্র।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী পুলিশ পরির্দশক(নিঃ) মোঃ সোহরাওয়ার্দী জানান, নজুমিয়ারহাট কপ্তাই রাস্তা থেকে একটি ট্রাক হতে ৭৫ বস্তায় ১৫০০ লিটার চোলাইমদসহ আসামী রুবেলকে আটক করা হয়। এই সংক্রান্তে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।