আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : | প্রকাশের সময় : বুধবার ১২ জানুয়ারী ২০২২ ০৭:২৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ‘হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়’ ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১২ জানুয়ারি সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের নিজস্ব কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়৷ 

 

এ নির্বাচনে ৪টি সাধারণ অভিভাবক সদস্য পদের বিপরীতে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচনে ৫৫৮ জন নারী-পুরুষ অভিভাবক ভোটারদের মধ্যে ৪১০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যার মধ্যে ১৩ টি ভোট বাতিল বলে গন‍্য হয়৷

 

বিদ্যালয় ভবনের ২টি বুথে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপসহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সুভাষ চন্দ্র চৌধুরী।

 

এরআগে গত ১৯ ডিসেম্বর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন (প্রিসাইডিং অফিসার) নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

 

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন- আবুল কালাম আজাদ (ব্যালট নং-০১), মুহাম্মদ আবদুল মান্নান (ব্যালট নং-০২), মোরশেদ মোহাম্মদ জাহাঙ্গীর (ব্যালট নং-০৩), মো. আবদুর রহিম (ব্যালট নং-০৪), মো. ইউচুফ আলী (ব্যালট নং-০৫), মো. কামাল উদ্দীন (ব্যালট নং-০৬), মোহাম্মদ সেলিম উল্যাহ (ব্যালট নং-৭), মাষ্টার মোহাম্মদ শহীদুল্লাহ্ (ব্যালট নং-৮), মোহাম্মদ শহিদুল ইসলাম (ব্যালট নং-০৯) ।

 

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ আরিফ উদ্দিন (প্রিসাইডিং অফিসার)-এর স্বাক্ষরিত ফলাফল পত্র থেকে জানা যায়, মোরশেদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৯৮ ভোট পেয়ে প্রথম ও মোহাম্মদ শহীদুল ইসলাম ২২৮ ভোট পেয়ে দ্বিতীয়, মো. কামাল উদ্দিন ১৯৪ ভোট পেয়ে তৃতীয় এবং আবুল কালাম আজাদ ১৬৪ ভোট পেয়ে চতুর্থ হয়ে বিজয় লাভ করেন৷ নির্বাচনে অপর পাঁচ প্রার্থীর মধ্যে মাষ্টার মোহাম্মদ শহীদুল্লাহ্ ১৫৮ ভোট, মুহাম্মদ আবদুল মান্নান ১৪২ ভোট, মো. আব্দুর রহিম ১১১ ভোট, মো. ইউচুফ আলী ৭২ ভোট ও মোহাম্মদ সেলিম উল্যাহ ৬৯ ভোট পেয়েছেন।