আজ শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

স্মার্ট বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে যুবকরা : বিভাগীয় কমিশনার

এমএ ইলাহী আরাফাত : | প্রকাশের সময় : বুধবার ১ নভেম্বর ২০২৩ ০৭:১৩:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

১ নভেম্বর জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি , আলোচনা সভা, সফল সংগঠকদের সম্মাননা, আত্মকর্মী সম্মাননা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম এ কথা বলেন। তিনি বলেন বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে পরিকল্পনা নিয়েছে সে পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখবে দেশের যুবসমাজ। 

 

অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার এর সভাপতিত্বে ও চট্টগ্রাম কোতোয়ালী ইউনিটের যুব উন্নয়ন কর্মকর্তা জাহান উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রজেস কুমার সাহা। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায়, উপ পুলিশ কমিশনার প্রশাসন মুস্তাফিজুর রহমান।

 

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর এর অধীন প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে সফল আত্মকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ায় এবং সফল সংগঠক হিসেবে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমের সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় যুবকদেরকে সম্মাননা সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উদ্যোক্তা ঋণের জন্য আবেদনকারী যুবকদের মধ্যে যুব উদ্যোক্তার ঋণের চেক বিতরণ করা হয়।



সবচেয়ে জনপ্রিয়