আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

সীতাকুণ্ডে শিল্প প্রতিষ্ঠানের সৃষ্ট যানজটের প্রতিবাদে মানববন্ধন

ইলিয়াছ ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক: | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ জুন ২০২২ ০৯:৪৩:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

দেশের অর্থনীতির লাইফ লাইনখ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের কুমিরা থেকে ভাটিয়ারী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকায় অবস্থিত কেডিএস লজিস্টিক ডিপো, ম্যানসান ডিপো, পোটলিংক ডিপো সহ বিভিন্ন শিল্প প্রতিষ্টান ও ট্রাক টার্মিনাল কেন্দ্রিক অবৈধ গাড়ি পার্কিং এর কারণে সীতাকুণ্ড অংশে চলাচল করা মানুষদের ঘন্টার পর ঘন্টা অসহনীয় যানযটে পড়তে হয় । এই অসহনীয় যানজট নিরসনের দাবীতে গতকাল সকাল ১১টায় আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালযের মূল ফটকে ভুক্তভোগী স্থানীয়রা দীর্ঘ এক ঘন্টা মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

 

এতে বক্তারা প্রাশানের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। মানববন্ধন থেকে বক্তারা ৫ দফা দাবী উথ্যাপন করেন। প্রস্তাবনার মধ্যে রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে নিরবিচ্ছিন্ন যানজটমুক্ত রাখা। কন্টেইনার ডিপো ট্রাক টার্মিনাল ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সামনে কোন গাড়ি অবৈধ পার্কিং না করা। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রত্যেক কন্টেইনার ডিপো ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের নিজস্ব স্বেচ্ছাসেবী নিরাপত্তা বাহিনী নিয়োগ করা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে অবৈধ গড়ে ওঠা সকল প্রকার ট্রাক টার্মিনাল উচ্ছেদ করা। ডিপো গুলোর সামনে মানুষ চলাচল স্বাভাবিক রাখতে ফুটওভারব্রিজ স্থাপন করা।