আজ শনিবার ১৮ জানুয়ারী ২০২৫, ৫ই মাঘ ১৪৩১

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৪ প্রকাশ

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫ ০৮:২১:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ মেধাবৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি)-২০১৪ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উক্ত বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, সন্দ্বীপে শিক্ষার গুণগত মানোন্নয়নে অঙ্গীকারাবদ্ধ হয়ে সন্দ্বীপব্যাপী ২০১৪ সাল থেকে নিয়মিত ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। ‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ’ পত্রিকা পরিচালিত সকল সৃজনশীল কাজে আমরা বরাবরের মত সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা চাই। 

 

 

ফলাফল প্রকাশ উপলক্ষে ১৭ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলার প্রাণকেন্দ্র এনাম নাহার হাই স্কুল মোড় সংলগ্ন মুছাপুর জুনিয়র অসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস রুমে আয়োজিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহযোগি সম্পাদক ইলিয়াছ সুমনের সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাশেম শিল্পী, বৃত্তি ব্যবস্হাপনা কমিটির সচিব প্রধান শিক্ষক মিঠু রাণী রায় চৌধুরী, আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার পরিক্ষা নিয়ন্ত্রক,  সাউথ সন্দ্বীপ কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আবদুল মান্নান, কালাপানিয়া এস ডি আই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান ভূইয়া রিপন, বিশিষ্ট ব্যবসায়ী আসিফ আকতার, সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রহিম উল্ল্যাহ, পশ্চিম চৌকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান প্রমুখ। গত ১৩ ডিসেম্বর সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ৫ম শ্রেণী  মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সন্দ্বীপে এ বছর প্রত্যেক স্কুল থেকে ৩ জন করে পরিক্ষা অংশ গ্রহন করার সুযোগ পেয়ে থাকে। মোট ১৩৩ পরিক্ষার্থী পরিক্ষায় অংশ গ্রহন করে। তাতে ২০ শতাংশ হারে বৃত্তি পেয়ে থাকে। বৃত্তি প্রাপ্তদের রোল নম্বর ১৬৪,১৬৩,১১১,১২৪,১৪১,১৫০,১৩৩,১৬২,১১৭,১১৩,১৪৪,১৬০,১২৫,১৪৩,১৬১,১৬৫,১৪২,১৫৯,১০৪,১৭৯,১১২,১০৫,২১১,১৪৭,১৭৬,২১০ মোট ২৬ জন। প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে। কর্মসূচিগুলো হচ্ছে-সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগীতা, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগীতা, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা (মাধ্যমিক স্তর), কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা (উচ্চ মাধ্যমিক স্তর) এবং সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা।