সাতকানিয়ায় ভূয়া পুলিশ পরিচয়দানকারী ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দিনগত রাতে বিশষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার ওই ভূয়া পুলিশের নাম মোঃ সাইফুল ইসলাম (৩৬)। সে নারায়ণগঞ্জ জেলার নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড দক্ষিণ লক্ষণখোলা এলাকার আলাউদ্দিন সাউদের ছেলে।
তাকে সাতকানিয়া থানাধীন ১০ নং কেওচিয়া ইউপিস্থ জনার কেওচিয়া খুনি বটতল এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রিবাহী বাসে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে থাকা ১টি পুলিশ বেল্ট, ১টি পুলিশ ক্যাপ, ১টি জ্যাকেট, ১টি কালো ক্যাপ, ২টি এনড্রয়েট মোবাইল ও নগদ-২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরফাত অভিযানেরর সত্যতা নিশ্চিত করে জানান,
গ্রেফতারকৃত ভূয়া পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।