আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১
সাতকানিয়ায় বৃক্ষ রোপন কর্মসূচীতে আব্দুল মোতালেব এমপি

বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : সোমবার ৮ জুলাই ২০২৪ ০৮:২৩:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া উপজেলা কৃষক লীগের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি চট্টগ্রাম ১৫ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল মোতালেব এমপি বলেছেন বৃক্ষ আমাদের পরিবেশের অতি গুরুত্বপূর্ণ উপাদান এবং অন্যতম বনজসম্পদ। বৃক্ষের পাতা, ফল ও বীজ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। বৃক্ষ থেকে তন্তু আহরণ করে আমাদের পরিধেয় বস্ত্র প্রস্তত করা হয়। বৃক্ষ থেকে প্রাপ্ত কাঠ দিয়ে আমাদের বাড়িঘর ও আসবাব তৈরি করা হয়। আমাদের অতি প্রয়োজনীয় লেখার সামগ্রী কাগজ ও পেনসিল বৃক্ষের কাঠ দিয়েই তৈরি করা হয়। বৃক্ষ পরিবেশের সৌন্দর্যও বৃদ্ধি করে। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না বরং মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। গতকাল ৭ই জুলাই রবিবার উপজেলা সম্মেলন কক্ষে প্রধান অথিতির বক্তব্য এসব কথা বলেন । উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালুর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক  নুর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান চৌধুরী, প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতাউল করিম আতিক। বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছারর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সাইফুদ্দীন সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক  নজরুল ইসলাম সিকদার চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেয়র মোঃ জোবায়ের, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম আসাদ, জেলা কৃষকলীগের সদস্য মিজানুর রহমান চৌধুরী। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন,উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আজাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মুন্সি আব্দুর রব সৌরভ , যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রহমত উল্লাহ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সবুর মেম্বার, মহিলা বিষয়ক সম্পাদিকা পারভিন আক্তার, কার্যনির্বাহী সদস্য বাবু তালুকদার, হামিদা আক্তার, উপজেলা যুবলীগ নেতা কামাল হোসেন ,মোঃ আবছার উদ্দিন, পৌরসভা কৃষকলীগের আহবায়ক নুরুল ইসলাম নুরু , যুগ্ম আহ্বায়ক আবুল বাশার সহ উপজেলা, পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণের পর উপজেলার ইউনিয়নভিত্তিক ৫জন শ্রেষ্ঠ বৃক্ষরোপনকারীদের স্বীকৃতিস্বরুপ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন আমন্ত্রিত অথিতিবৃন্দ।