আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষকের মাঝে ধানের বীজ বিতরণ

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৭ অগাস্ট ২০২৩ ০২:৪৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতকানিয়ার নলুয়া, পুরানগড়, খাগরিয়া, কেঁওচিয়া, বাজালিয়া, ও পৌর সভা এসব এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত  প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ করা হয়। ১৭ই আগস্ট বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নলুয়া সানাউল্লাহ মুনশী হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান চৌধুরী র নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত কৃষককে ৫ কেজি করে মোট ৮০০শ কেজি ধানের বীজ বিতরণ করা হয়। বিতরণ কালে ক্ষতিগ্রস্ত কৃষকদের উদ্দ্যেশে মিজানুর রহমান চৌধুরী বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭১ সালের পরেই কৃষকদের কথা চিন্তা করেছেন। কৃষি ও কৃষকের উন্নয়নে তিনি কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে, তখনই দেশের কৃষক ও গণমানুষের কথা চিন্তা করে। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকারই একমাত্র কৃষকদের কথা চিন্তা করে বিনামূল্যে সার বীজ দিয়ে যাচ্ছে। শুধু তাই নয় ভর্তুকি মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতিসহ নানান সুবিধা দিচ্ছে। এটাই প্রমাণ হয়, আওয়ামী লীগ সরকার বারবার দরকার গরীব দুঃখী মানুষের সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলাকৃষক লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন রহমতউল্লাহ পুরানগড় দুই নং ওয়ার্ড মেম্বার কৃষকলীগনেতা মামুনুর রশিদ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথি।