মক্কা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আবু তৈয়ব ও মক্কা আওয়ামী যুবলীগের উপদেষ্টা শহিদুল ইসলাম বাবু গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন ধর্মপুর ইউনিয়নে গভীর রাতে বাড়ীতে হামলা ও ভাংচুরকারী সত্রসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে সৌদি আরবের মক্কা আওয়ামী যুবলীগের কর্তৃক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র নগরীর নওজা একটি হোটেলের হল রুমে মক্কা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জাকের হোসেন জিকুর সভাপতিত্বে মুহাম্মদ নয়মের সঞ্চলনায় শুরুতে এ প্রতিবাদ সভায় স্বাগত বক্তব্য রাখেন মক্কা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ হাসান জসিম। প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন মক্কা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, দ্বীন মোহাম্মদ, আবু জাফর তালুকদার, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ জাবের, মুহাম্মদ আবছার। এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান, নিজাম উদ্দিন, মুহাম্মদ ইউচুফ ও জামাল উদ্দিন প্রমুখ। এছাড়াও এ প্রতিবাদ সভায় প্রবাসীসহ বিপুল সংখ্যক মক্কা আওয়ামী যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় বক্তা'রা বলেন, মক্কা আওয়ামী যুবলীগের নেতা বড় কথা নয় একজন প্রবাসীর বাড়িঘরে গভীর রাতে হামলা ও ভাংচুর করা সবচেয়ে বড় অন্যয় করেছে আমরা এ প্রতিবাদে সভা থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে দোষী হামলা ও ভাংচুরকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি।