আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় পিকআপ-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ দুই আরোহী নিহত

নূরুল ইসলাম সবুজ সাতকানিয়া | প্রকাশের সময় : রবিবার ১৯ নভেম্বর ২০২৩ ১০:৫০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় সিএনজি চালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে মাছবাহী মাহিন্দ্রা পিকআপ ও  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।(১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া ইউনিয়নের অন্তর্গত মাদারবাড়িস্থ ড্রিম হাউস কমিউনিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,  বরিশাল জেলার উজিরপুর থানার কাউরেখা এলাকার শচীন্দ্রনাথ বৈরাগীর ছেলে মনমত বৈরাগী তন্ময় (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়গাছি এলাকার মো. ইউনুস আলীর ছেলে আরিফ হোসেন (৩৩)। উভয়েই আরএফএল কোম্পানির মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন বলে হাইওয়ে থানা পুলিশ জানিয়েছেন।দোহাজারী হাইওয়ে থানা  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার দিন সকালে কোম্পানির কাজে নিহতরা কেরানিহাটের বাসা থেকে মোটরসাইকেল নিয়ে অফিসের কাজে লোহাগাড়া উপজেলা যাচ্ছিল। মোটরসাইকেলটি মহাসড়কের মাদারবাড়িস্থ ড্রিম হাউস কমিউনিটি সেন্টারের সামনে সিএনজি চালিত একটি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে চট্টগ্রাম অভিমুখী মাছবাহী পিকআপের (চট্টমেট্রো ন-১১-৭৬২৩) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মনমত বৈরাগী ঘটনাস্থলে ও আরিফ হোসেনকে উদ্ধার করে উপজেলার কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মনমত বৈরাগীর স্ত্রী সুপ্রিয়া বৈরাগী বলেন,কয়েক বছর ধরে স্বামীর চাকরির সুবাধে কেরানীহাটে বাসা নিয়ে আমরা বসবাস করে আসছি। রোববার সকালে আমার স্বামী ও তার কলিগ মোটরসাইকেল নিয়ে লোহাগাড়ায় যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান। 

দোহাজারী হাইওয়ে থানার (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন,এ ঘটনায় পিকআপটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কোন অভিযোগ না থাকলে লাশের পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।