আজ বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়ায় ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা

নুুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১১ জুলাই ২০২৪ ০৮:০৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন ছাড়াই কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৩টি বেসরকারি হাসপাতাল। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর তথ্য জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়ার কেরানীহাট এলাকার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, কেরানীহাট এলাকার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স নবায়ন না করার দায়ে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি ( নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮০ এর সংশ্লিষ্ট ধারায় অলকেয়ার হাসপাতালকে ৩ হাজার, হেলথকেয়ার হাসপাতালকে ৪ হাজার ও রাবেয়া মেমোরিয়াল হাসপাতালকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদানের দায়ে আরেকটি হাসপাতালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আরো কয়েকটি হাসপাতালকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান ছিদ্দিকী। অভিযানে সহযোগিতা করে সাতকানিয়া থানা পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।