সাতকানিয়া উপজেলার গরীব, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে গত ২১ জানুয়ারি রবিবার বিকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খলিবা পাড়া এলাকায় জেলা পরিষদের সদস্য আবদুল আলীম উক্ত শীতবস্ত্র কম্বল বিতরন করেন। শীতবস্ত্র বিতরনকালে জেলা পরিষদ সদস্য আলীম বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ দীর্ঘদিন দুস্থ অসহায় মানুষের সহায়তা করে আসছে। বিশেষ করে করোনা মহামারি ও দুর্যোগকালীন সময়ে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। প্রতি বছরের ন্যায় এবার ও জেলা পরিষদ অসহায় শীতার্ত মানুষের জন্য শীত বস্ত্র কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। মাঘ মাসের কনকনে তীব্র শীতে এ ৫০০টি কম্বল অসহায় শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সহায় হিসাবে কাজ করবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ টিটু, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসাইন, সোনাকানিয়া ইউপি সদস্য আয়ুব জমিদার,কাঞ্চনা ইউপি সদস্য মোহাম্মদ ফরহাদ, নলুয়া ইউপি সদস্য মিজানুর রহমান,বিশিষ্ট সমাজ সেবক সোলতান আহমদ সওদাগর ,আব্দুল মোনাফ,আবুল বশর,আওয়ামী লীগ নেতা জিয়াবুল হক,হেলাল, যুবলীগ নেতা আব্বাস, ফারুক আহমদ, রুবেল শীল,ফরিদুল আলম,নাজিম,আবু তালেব,সাজ্জাদ হোসেন, শেখ আহমদ, জিহাদ, ছাত্রলীগ নেতা ইফতেখার মুহাম্মাদ লতিফ, নাদিম, রিজভী প্রমুখ।