আজ রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

সাতকানিয়ায় চুরিকাঘাতে একজনকে হত্যা পরপরই নারীসহ তিনজন আটক

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : রবিবার ১৪ জুলাই ২০২৪ ০৭:৪১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় ইব্রাহিম খলিল (৪০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় আহত হন দেলোয়ার হোসেন (২২) নামে অপর এক যুবক। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে নারীসহ তিনজনকে আটক করেছে। গতকাল শনিবার (১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড় এলাকায় হোসনে আরা ভুট্টো কলোনিতে এ ঘটনা ঘটে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ইব্রাহিম খলিল পার্বত্য জেলা বান্দরবানের লামার ছমুর মুখ এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। আটক তিনজন হলেন হোসনে আরা ভুট্টো, তার ছেলে পারভেজ ও আকাশ। জানা গেছে শনিবার রাতে ইব্রাহিম খলিল এবং দেলোয়ার হোসেন বিওসির মোড় এলাকায় হোসনে আরা ভুট্টোর কলোনিতে যায়। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হোসনে আরা ভুট্টো ও তার ছেলে মো. পারভেজ এবং আকাশ মিলে ইব্রাহিম খলিল ও দেলোয়ারকে ছুরিকাঘাত করে। এতে তারা দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ইব্রাহিম খলিলকে উদ্ধার করে মৌলভীর দোকান এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত দেলোয়ারকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া ঘটনার পরপর সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে হোসনে আরা ভুট্টো, তার ছেলে পারভেজ ও আকাশকে আটক করে। স্থানীয় সূত্র জানায়, হোসনে আরা ভুট্টো এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। সে ইতিপূর্বে গ্রেপ্তারও হয়েছিল। ফলে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিরোধ নিয়েই ঘটনাটি ঘটেছে। অপর একটি সূত্র জানায়, ইব্রাহিম খলিল একসময় হোসনে আরা ভুট্টোর স্বামীর গাড়ি চালাতো। ফলে তখনকার কোনো বিরোধের জের ধরেও ঘটনাটি সংঘটিত হতে পারে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান জানান, এক নারীসহ তিনজনকে আটক করেছি। আশা করছি তাদেরকে জিজ্ঞাসাবাদের পর ঘটনার প্রকৃত কারণ জানতে পারব। সাতকানিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হবে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা ও ২ ছেলেকে আটক করা হয়েছে।