আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

সাতকানিয়া মডেল হাই স্কুলে অনুষ্ঠিত হল অভিবাবক সমাবেশ

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ০৮:০৬:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া মডেল হাই স্কুল এর অভিবাবক সমাবেশ গতকাল  শনিবার সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে বিদ্যালয়ের পরিচালানা পরিষদের সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের  উপ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্বে এক অভিবাবক সমাবেশ অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ আংগুর,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য মাষ্টার ফরিদুল আলম ও রূপ কুমার নন্দী খোকন, জেলা পরিষদ সদস্য আবদুল আলিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মৃদুল কান্তি, দপ্তর সম্পাদক সাইদুর রহমান দুলাল,ধর্ম বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান, সদস্য আবুল কালাম,জানে আলম জামাল, আসাদুজ্জামান জনি, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ নুরুন নবী, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ শফিকুল ইসলাম,ও বেবী। সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল সাবেক ছাত্রলীগের আহ্বায়ক এস.এম. আজিজ। মাদার্শা আওয়ামীলীগের সভাপতি হাজী নুরুল হক। চেয়ারম্যানদের মধ্যে লিয়াকত আলী,ওসমান আলী,রমজান আলী,উত্তর সাতকানিয়া সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শান, ছাত্রলীগ নেতা মিনহাজুল আবেদীন মুন্না, সাইফুদ্দীন খালেদ, মো: ইদ্রিস, মো: এমরান, আবু জাহেদ, তৌহিদ, কাইছার প্রমুখ।