আজ রবিবার ১ ডিসেম্বর ২০২৪, ১৭ই অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়া পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : শুক্রবার ১৫ মার্চ ২০২৪ ০১:০২:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ হুমায়ুন কবির গতকাল বুধবার গভীর রাতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর সামনেচট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর হইতে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট সহ মোরশেদ আলম (২০) ও মোঃ ফিরোজ আহাম্মদ (২৮) নামে ২জনকে গ্রেফতার করে। তারা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার কচুবুনিয়া পাড়া ৭নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে মোরশেদ আলম (২০), অপরজন হলেন  দক্ষিণ গুদারবিল ৭নং ওয়ার্ডের ছব্বির আহাম্মদের ছেলে মোঃ ফিরোজ আহাম্মদ (২৮),সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার বলেন গ্রেফতার কৃত আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।