আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ৭ জন গ্ৰেফতার

নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া | প্রকাশের সময় : সোমবার ১৯ জুন ২০২৩ ০৭:৫৭:০০ অপরাহ্ন | দেশ প্রান্তর

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ খায়রুল হাসান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানাধীন  কেওচিয়া ইউনিয়নের জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এরসামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কার সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন সাফিন চৌধুরী তাসিম (২৭), নাসির উদ্দিন(৩৭),মোঃ আজমল হোসেন বাবু(৩৭), তমাল আহামদ নিপু(২৭),   সাফিন চৌধুরী তাসিম (২৭) হলেন নারায়নগঞ্জ সদর থানার সিটিকর্পোরেশন ১৭নং ওয়ার্ড

পাইকপাড়ার মহিন চৌধুরীর ছেলে।

নাসির উদ্দিন(৩৭) হলেন কুমিল্লা কোতয়ালী থানার দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বারের বাড়ীর মৃত আব্দুল মজিদের ছেলে। 

মোঃ আজমল হোসেন বাবু(৩৭) হলেন নারায়নগঞ্জ সদর থানার সিটিকর্পোরেশন

১৭নং ওয়ার্ড পাইকপাড়ার মোঃ কামাল হোসেনের ছেলে। তমাল আহম্মদ নিপু (২৭) হলেন নারায়নগঞ্জ সদর থানার সিটিকর্পোরেশন ১৭নং ওয়ার্ড

পাইকপাড়ার মৃত জালাল উদ্দিনের ছেলে।

এসআই মোঃ রাসেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে

এজাহার নামীয় আসামী মোঃ নুরুল কাদের (২৮)কে গ্ৰেফতার করা হয়। সে বান্দরবান জেলার লামা থানার 

ফাসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কুমারমার জেরি এলাকার বাহাদুল্লাহর ছেলে। 

এসআই মোঃ খায়রুল হাসান, এসআই মোঃ রাজু আহমেদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া মোঃ মামনুলহক প্রঃ জিসানকে  গ্ৰেফতার করা হয়। সে সাতকানিয়া থানার বড়দুয়ারা, ৭নং ওয়ার্ড হারুন সওদাগরের বাড়ীর নুরুল আমিনের ছেলে। এসআই মোঃ আবু বক্কর সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের পরোয়ানা ভুক্ত মোঃ ফারুককে গ্ৰেফতার করা হয়। সে সাতকানিয়া থানার চলতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নুরুচছফা প্রঃ আহমদের ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতার কৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।