সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ নাহিদ আহমেদ সবুজ,এএসআই মোঃইসমাইল সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে মোঃ আব্দুল আজিজ(৩৫)কে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করিতে সক্ষম হয়।সে মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মধ্যম মাদার্শা মিয়ার বর বাড়ীর আলী হোসেনের ছেলে।এসআই মোঃ আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানাধীন ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছদাহার এসআই পার্কের সামনে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে নুর হোসেন(৬০)কে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করিতে সক্ষম হয়। সে কক্সবাজার জেলার উঁখিয়া থানার কুতুপালং (ক্যাম্প-৭, ব্লক বি-৪)এর মৃত নজির আহম্মদের ছেলে।
এসআই মোঃ সালামত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন সিয়েরা ডিউটি করা কালিন সময় সাতকানিয়া থানাধীন কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ পাভেল হোসেন(২৯)কে ৬০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করিতে সক্ষম হয়। সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার খিদিঁরপুর নারাভিটা,৪নং ওয়ার্ডের আকাশ হোসেনের ছেলে।এসআই এসএম রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া এসএম নুরুল আমিন (রুবেল) (২১)কে গ্রেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার দুরদুরী দক্ষিণ ব্রাহ্মণডাঙ্গা ২নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেন। প্রকাশ পেটানের ছেলে।
সাতকানিয়া থানার অন্তর্গত ঢেমশা-চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মরত এএসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন ডিউটি করার সময়ে মোঃ মিজান (২৪)কে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আশ্রয়ন প্রকল্প এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতার কৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।