আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ৩ জন গ্ৰেফতার

নুরুল ইসলাম সবুজ , সাতকানিয়া : | প্রকাশের সময় : শনিবার ৪ নভেম্বর ২০২৩ ০৪:৫৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া পারভেজ নামের এক জনকে আটক করে।পরে তাহার বসত ঘরের ভিতর হইতে তাহার দেখানো মতে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্ৰেফতার কৃত পারভেজ হল চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার ঢেমশা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাঙ্গারকুল এলাকায় চান্দের পাড়ার মৃত নুরুচ্ছফা প্রকাশ নুরল ইসলামের ছেলে।এএসআই মোঃ আবুল কালাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া জিআর পরোয়ানা ভুক্ত মুহাম্মদ তৌহিদুল ইসলাম,ও মুহাম্মদ তারেক হাসানকে তাহাদের নিজ নিজ বাড়ি হইতে গ্রেফতার করেন।মুহাম্মদ তৌহিদুল ইসলাম হল চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার খাগরিয়া ইউনিয়নের রসুলাবাদ, চরখাগরিয়া এলাকার বাদশা মিয়ার ছেলে। অপরদিকে মুহাম্মদ তারেক হাছান হল চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার খাগরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলী আহমদের বাড়ীর বাদশা মিয়ার ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতার কৃত আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।