সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এসআই মোঃ রাজু আহমেদ সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানাধীন ছদাহা ইউনিয়নের দক্ষিণ ছদাহা এস.আই পার্ক কনভেনশন সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ গিয়াস উদ্দিন (৩৮)কে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। সে খুলনা জেলার তেরখাদা থানার ৫নং ওয়ার্ড কোদলা,ইছামতি (খাঁন বাড়ীর)খান মোঃ হাফিজুর রহমানের ছেলে। এসআই মোঃ নাহিদ আহমেদ সবুজ ও এসআই ভক্ত চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া পরোয়ানা ভুক্ত আসামী মোঃ ইমনকে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার সাতকানিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড খলিফা পাড়া, হাজী রহমত বেগের বাড়ীর আবুল কালামের ছেলে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতার কৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।