আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৬ আসামী গ্রেফতার

Author Thedaily Shangu | প্রকাশের সময় : শনিবার ১০ জুন ২০২৩ ০৭:৩৮:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

নুরুল ইসলাম সবুজ  সাতকানিয়া :

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত এর নির্দেশে সাতকানিয়া থানায় কর্মরত এএসআই মোঃ ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মিনহাজুল করিম হৃদয়কে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার পশ্চিম কাটঘর, সুজন তালুকদার বাড়ীর আবদুল মান্নানের ছেলে।

এএসআই মোঃ মহিউদ্দিন মানিক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মোহাম্মদ তৌহিদুল ইসলাম (২৬)কে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার সাতকানিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আজগর আলী পাড়ার হাফেজ মোঃ ছফার ছেলে।

এএসআই রতন কুমার মল্লিক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া সেলিম উদ্দীন (৩৯)কে গ্ৰেফতার করা হয়। সে সাতকানিয়া থানার পৌরসভা ৩নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।

এএসআই মোঃ ইসমাইল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া আব্দুল আলম (৩৪)কে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার পশ্চিম কাটগড় এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

এএসআই মোঃ নিজাম মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া  জিয়াউর রহমান (৩৯)কে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার পৌরসভার ৬নং গলির মোঃ ইউনুছের ছেলে।

এসআই মোঃ খায়রুল হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মোঃ আলমগীর হোসেন(৩৮)কে গ্ৰেফতার করা হয়। সে চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার কেঁওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার মোঃ কালা মিয়ার ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন গ্রেফতার কৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।