আজ শুক্রবার ৩ জানুয়ারী ২০২৫, ২০শে পৌষ ১৪৩১

সাতকানিয়া ছদাহা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : রবিবার ২১ জানুয়ারী ২০২৪ ০৬:৩২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়া উপজেলার অন্তর্গত ছদাহা ১নং ওয়ার্ড আশ্রয়ণ কেন্দ্রে  ৫০টি পরিবারের মধ্যে ১নং ওয়ার্ড মেম্বার মুজিবুর রহমান উদ্যোগে কম্বল বিতরণ করেছে গত কাল রবিবার। বিতরন কালে মুজিবুর রহমান বলেন খনকনে শীতের কষ্ট সে বুঝে যার মধ্যে  শীত নিবারণের মত কোন বস্ত্র নাই । শীতের মানুষের কষ্ট লাঘবে আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আশ্রয়ন কেন্দ্রে  মানুষের পাশে দাঁড়ায়েছি। তিনি আরো বলেন একজন শীতার্ত মানুষদের গায়ে একটি কম্বল দিয়ে সহযোগিতা করা এটি একটি ইবাদত। তাই বলব এই কনকনে শীতে বৃত্তশালী যারা আছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান এসময় উপস্থিত ছিলেন ছদাহা ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক এইচ এম হারুন ফাস্ট সিকিউরিটি ইসলাম ব্যংক ফকির হাট আউটলেট শাখার উদ্যোক্তা পরিচালক মোঃ দেলোয়ার হোসেন দস্তিদার হাট ব্যবসায়ী সমবায় সমিতির পরিচালক এস এম রমজান আলী, এডভোকেট আলমগীর, ফেমার্স বিল্ডিার্স প্রাঃ লিঃ  এর এক্সিকিউটিভ ডাইরেক্টর আমিনুল্লাহ মামুর, মোহাম্মদ আলীসহ অন্যান্য অথিতিবৃন্দ।