আজ বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

সাতকানিয়ার সোনাকনিয়ায় কোদালের কোপে কৃষক খুন

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : রবিবার ৯ জুন ২০২৪ ১০:৪০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায় ঘাস কাটা নিয়ে কথা কাটাকাটির সময় কোদালের আঘাত করে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

রোববার (৯ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ফজল আহমদ সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত আলী মিঞার ছেলে। গ্রেফতার কৃষক আবুল কাশেম (৫০) একই এলাকার সাচি মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জায়গা জমি নিয়ে নিহত ফজল আহমদ ও আবুল কাশেমের মধ্যে অনেক আগে থেকেই দ্বন্দ্ব ছিলো, আজ বিকেলে ঘাস কাটা নিয়ে তাদের মধ্যে মাঠে বসেই কথা কাটাকাটি হয়। একপর্যায়ে যা রূপ নেয় মারামারিতে। এ সময় আবুল কাশেম ফজল আহমদের মাথায় কোদাল দিয়ে আঘাত করলে ফজলের মাথার খুলি ফেটে যায় এবং ঘটনাস্থলেই মারা যান।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, ‘ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আবুল কাশেমকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে জানা গেছে, জায়গা জমি ও ঘাস কাটা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।'

 

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।