আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় নলুয়া আগুনে পুড়ল ১২ পরিবারের বসতঘর

নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া : | প্রকাশের সময় : শনিবার ১২ মার্চ ২০২২ ০৬:১০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

সাতকানিয়ায়  নলুয়ায় আগুনে পুড়ে ছাই হয়েছে ১২ পরিবারের বসতঘর। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে  ধারণা করা হচ্ছে। গত শুক্রবার(১১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২ টায় উপজেলার নলুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মরফলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা মোঃ কামাল উদ্দিন জানান, পরিবারের লোকজন ঘুমানো অবস্থায় ছিলেন। ধারণা করা হচ্ছে কারো রান্নাঘরের চুলার পাশে রাখা শুকনো পাতা অথবা মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হতে পারে। মুহুর্তের মধ্যে সবদিকে আগুন ছড়িয়ে পড়ে। 

        অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন দিদারুল আলম, মনজুর আলম, নুরুল আলম, আবদুল খালেক, আবদুল মন্নান, এনামুল হক, সাইর আহমদ, শহিদুল ইসলাম, আবদুল হামিদ, জাকির হোসেন, ওমর ফারুক ও শামসুল ইসলাম। তবে শামসুল ইসলামের বাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

 ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে  নলুয়া ইউনিয়নের দক্ষিণ মরফলার মুন্সিবাড়ি এলাকায় একটি বসতঘরে হঠাৎ দাউ-দাউ করে আগুন জ্বলে উঠে। মুহুর্তের মধ্যে আগুন পাশের অন্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ছয়টি বসতঘর পুরোপুরি পুড়ে গেছে।