আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

সাতকানিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্য ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত বিষয়ে মতবিনিময়

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অগাস্ট ২০২৩ ১২:০৮:০০ পূর্বাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেন, সাতকানিয়া উপজেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১৪ আগষ্ট) সাতকানিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, দুর্যোগে সমন্বিতভাবে সবাইকে কাজ করতে হবে। কেউ যেন দুর্যোগকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে কষ্ট না দেয় সে বিষয়েও আমাদেরকে সজাগ থাকতে হবে। 

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এমএ মোতালেব সিআইপি, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক  কুতুব উদ্দিন চৌধুরী, সহ—সভাপতি মাস্টার ফরিদ উদ্দিন, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন  হাসান চৌধরী ও আনজুমান আরা সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়ন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও  বিভিন্ন শ্রেণি—পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ।

এসময় বিভাগীয় কমিশনার চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম সাতকানিয়ার উপজেলা প্রশাসন, পুলিশবাহিনী, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি, বিত্তশালী ব্যক্তিবর্গ সকলকে এই আকস্মিক বন্যা মোকাবিলায় জনগণের পাশে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, কৃষি ক্ষেত, মাছের খামার ইত্যাদি দ্রুত সময়ে স্বাভাবিক করতে সরকারের উচ্চ পর্যায়ে কার্যকর যোগাযোগের প্রত্যয় ব্যক্ত করেন। 

 

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ নিজ নিজ এলাকার ক্ষত—ক্ষতির চিত্র তুলে ধরে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি বন্যায় ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সহযোগিতার আশা ব্যক্ত করেন। এছাড়া অন্যান্য বক্তাগণ স্বতস্ফূর্তভাবে সাতকানিয়া উপজেলার বন্যা মোকাবিলায় প্রশাসন সহ সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।

 

পরবর্তীতে সাতকানিয়া উপজেলা প্রশাসন এর আয়োজনে ১৩নং বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মানবিক সহায়তা কার্যক্রমে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। এসময় আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল হোসাইন সহ বিভিন্ন দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বাজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। যায়