আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

সাতকানিয়া প্রবাসী পরিবারের পাশে আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন

নুরুল ইসলাম সবুজ সাতকানিয়া | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ ০৬:০৭:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

 

সাতকানিয়া প্রবাসী পরিবারে ইফতার সামগ্রী উপহার দিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন। মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদ এর তত্ত্বাবধানে গতকাল মঙ্গলবার এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সাতকানিয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ব্যাপকভাবে ইফতার সামগ্রী বিতরণের অংশ হিসেবে প্রবাসীদেরও পৃথকভাবে প্রদান করা হয়। এই সময় প্রবাস বান্ধব আমিনুল ইসলাম আমিন ভাইয়ের পক্ষ থেকে প্রবাসী দের একটি টিম কাজ করছে তাদের মধ্যে আবু তৈয়ব, মোঃ ওসমান, মোঃ ইদ্রিস,আবছার উদ্দিন, জয়নাল আবেদীনের নেতৃত্বে ইফতার সামগ্রী হস্তান্তর করা হয়, পরে তা সাতকানিয়া ১৭ ইউনিয়ন ও পৌরসভার প্রবাসী পরিবারে পৌঁছে দেয়া হয়। প্রবাসীদের পক্ষ থেকে আমিনুল ইসলাম আমিন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। রা