আজ শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল হক চৌধুরীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ মে ২০২৪ ০৫:১০:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম
আনোয়ারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল হক চৌধুরী

আনোয়ারায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেন চেয়ারম্যান প্রার্থী ও বর্তান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। সোমবার রাতে তাঁর নির্বাচনী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এসময় তিনি বলেন, ‘দুইবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের সেবা ও উপজেলার উন্নয়ন করেছি। উপজেলাকে দুর্নীতি মুক্ত রেখে কাজ করে গেছি। নিজে কখনও এক টাকা দুর্নীতি করিনি। আশা করি উপজেলার মানুষ আমাকে তারই প্রতিদান ভোটের মাধ্যমে দিবে। প্রচারণা দিন থেকে শুরু করে নির্বাচনের ভোট গণনা পযন্ত সাংবাদিকদের সর্তক অবস্থানে থেকে সঠিক তথ্য বেরিয়ে আনবেন। ভোটের মাঠে যেন কোন কালো টাকার অপশক্তি বিস্তার করতে না পারে। ভোট কেন্দ্রে জাল ভোট, অন্য উপজেলা থেকে বহিরাগতদের অনুপ্রবেশ করে অশান্তি সৃষ্টি করে ভোটারদের ভয়ভীতি করতে না পারে সেব্যাপারে প্রশাসনসহ সকলকে নজর রাখার অনুরোধ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে আরও দু’জন প্রার্থী। তাঁরা যোগ্য ও সম্মানিত লোক। উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হোক সেটায় চাই আমি। চেয়ারম্যান থাকা অবস্থায় সবচেয়ে বেশি সময় দিয়েছি আমি এলাকায়। আগামীতেও নির্বাচিত হয়ে জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ চাই।’

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল হক চৌধুরী বলেন, আনোয়ারার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ভূমিদস্যুদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন। শিক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পানি সরবরাহসহ সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলেও জানান তিনি। সভায় চট্টগ্রাম ও আনোয়ারা উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।