সরকারি চাকরিতে আবেদন করতে গিয়ে সত্যায়ন নিয়ে বিড়ম্বনায় পড়েননি দেশে এমন চাকরিজীবী কিংবা চাকরি প্রত্যাশী খুঁজে পাওয়া যাবে না। চাকরিতে আবেদনের ক্ষেত্রে ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজপত্রে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার মাধ্যমে সত্যায়ন করার নিয়ম চালু রয়েছে দীর্ঘদিন ধরে।
বিড়ম্বনা এড়াতে অনেক চাকরি প্রত্যাশীরা নীলক্ষেতে গিয়ে কোনো এক গেজেটেড কর্মকর্তার নামে সিল-প্যাড তৈরি করেন। এসব সিল-প্যাড বিশ্ববিদ্যালয়ের হল, মেসে ছড়িয়ে পড়ে। এসব সিল-প্যাডের ছাপ দিয়ে, স্বাক্ষর নকল করে নিজেরাই নিজেদের কাগজ সত্যায়িত করেন। ।
এ পরিস্থিতিতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, খুব দ্রুত চাকরিতে আবেদনের ক্ষেত্রে 'সত্যায়ন' প্রক্রিয়া বাতিল হচ্ছে। গত বুধবার দেশ রূপান্তরের সাথে একান্ত আলাপকালে তিনি এ তথ্য জানান।
ফরহাদ হোসেন বলেন, চাকরি প্রত্যাশীদের বিড়ম্বনা এড়াতে খুব দ্রুতই সত্যায়ন প্রক্রিয়া বাতিল হবে। বিষয়টি নিয়ে আমরাও অনেক খোঁজ-খবর নিয়েছি। সত্যি বলতে সত্যায়নের কোনো দরকার নেই। এমনো হয়, যে শিক্ষার্থীরা নিজেই নিজের কাগজ সত্যায়িত করছেন, আবার যার নামে সিল তৈরি হয়েছে তিনি নিজেই হয়তো তা জানেন না।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায়, গ্রামের একটা ছেলে, যার আত্মীয়-স্বজন কেউ প্রথম শ্রেণির সরকারি চাকরি করেন না। আবার সরকারি চাকরী করেন এমন কেউ তার পরিচিত নন। এ ক্ষেত্রে ওই চাকরি প্রত্যাশী বিড়ম্বনায় পড়েন। ফলে বাধ্য হয়ে অপরিচিত কারও কাছে তিনি কাগজপত্র সত্যায়িত করতে নিয়ে যান। যার কাছে কাগজ নিয়ে যান তিনিও হয়তো আগ্রহ দেখান না, অনেক ক্ষেত্রে বিরক্ত হন।
ঠিক কবে নাগাদ এ সিদ্ধান্তের কার্যকর হবে এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, সরকারের চলতি মেয়াদেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।