আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সময় খুব কম, আসুন ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাই : ফখরুল

ঢাকা অফিস : | প্রকাশের সময় : সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ ০৪:৫৮:০০ অপরাহ্ন | রাজনীতি

জোর করে চেপে বসা এই সরকার অপসারণে তরুণ-যুবক সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন সময় খুব কম, আসুন ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে যাই। বিজয় আমাদের সুনিশ্চিত।

 

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, এ দেশের মানুষ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। কিন্তু সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে। 

 

তিনি বলেন, দেশ ও জাতিকে রক্ষার জন্য তরুণদের এগিয়ে আসতে হবে, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম। আসুন আমরা এই দেশ ও জাতিকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি।