আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১

সন্দ্বীপে একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১০:০০:০০ অপরাহ্ন | উত্তর চট্টগ্রাম

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি  ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার  ( ৭ ফেব্রয়ারি ) দিনব্যাপী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদফতর। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতর এর চট্টগ্রামের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন, অভিযানে সন্দ্বীপ  উপজেলার মগধরা ১ নং ওয়ার্ড  এলাকায় অবস্থিত মেসার্স বিবিএস  ব্রিকস  ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।অভিযানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা  ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন বলেন, অনুমোদনহীন ইটভাটা পরিচালনার অভিযোগে একটি  ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের অভিযান চলমান আছে। পর্যায়ক্রমে বাকি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে।