সন্দ্বীপ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক অংছিং মারমা, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ নৌ বাহিনীর অফিসার নোয়াব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মানস বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আবদুল মতিন, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন আলম, উপজেলা সমবায় অফিসার দিদারুল আলম, উপজেলা নির্বাচন কমিশন অফিসার দেবাশীষ দাশ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা স্বপন কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিন সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক মানস নন্দী, উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা জামায়াতের আমির সিরাজুল ইসলাম ফিরোজ, সেক্রেটারি মাওলানা আবু তাহের, উপজেলা কমপ্লেক্স মার্চেট এসোসিয়েশনের সভাপতি আবুল বশার জিএস, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল মাওলা, উপজেলা সমন্বয়কারী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প মোঃ মহি উদ্দীন, মুছাপুর ইউপি প্যানেল চেয়ারম্যান সুরাইয়া বেগম, সারিকাইত ইউপি প্যানেল চেয়ারম্যান তাছলিমা বেগম, মগধরা ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ ইলিয়াছ, মাইটভাংগা ইউপি প্যানেল চেয়ারম্যান আবুল মহসিন সেলিম , হারামিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান লুনা বেগম, কালাপানিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান রাবেয়া বেগম, গাছুয়া ইউপি প্যালেন চেয়ারম্যান রোকেয়া বেগম, বাউরিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মাকছুদ গনি, আমানউল্লাহ ইউপি প্যানেল চেয়ারম্যান জাবেদ ওমর, রহমতপুর ইউপি প্যানেল চেয়ারম্যান রাহেনা বেগম সাংবাদিক ইলিয়াছ সুমন, ও শামসুল আজম মুন্না প্রমুখ। সভায় নিয়মিত বাজার মনিটরিং, অবৈধ মাটি কাটা বন্ধ, সাম্প্রদায়িক সম্পতি বজায় রাখা, জায়গা জমি সংক্রান্ত কোন বিষয় নৌ বাহিনীর কাছে না গিয়ে ইউনিয়ন পরিষদের ও গ্রাম আদালত যাওয়ার পরামর্শ, যানজট নিরাসনে জোর দেয়া ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি, গ্রাম আদালতের বিষয়ে জোরদার সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।