আজ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪, ২০শে অগ্রহায়ণ ১৪৩১
মোঃ আলী(সভাপতি) এবং নুর মোহাম্মদ(সাধারণ সম্পাদক) নির্বাচিত

সদরঘাট সাম্পান মালিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মু. বেলায়েত হোসেন, কর্ণফুলী প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৩ ডিসেম্বর ২০২১ ০৭:৩৯:০০ অপরাহ্ন | চট্টমেট্টো

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অনুষ্ঠিত হলো কর্ণফুলী নদীতে ইঞ্জিন চালিত নৌকা চালকদের সংগঠন সদরঘাট সাম্পান মালিক কল্যাণ সমিতির(রেজি নং-চট্ট-২৮৫৬)কার্যকরী পরিষদ গঠনের নিমিত্তে ত্রি-বার্ষিক নির্বাচন। 

আজ(৩ডিসেম্বর)শুক্রবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত চরপাথরঘাটা সোলতানিয়া আহমদ মাদ্রাসা কমপ্লেক্স এ অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে মোট ১৫১জন নারী ও পুরুষ ভোটারদের অংশগ্রহণে ভোটারদের মধ্যে বিভিন্ন পদে ১৬জন প্রার্থী প্রতিদন্ধীতা করেন, উক্ত নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এর দ্বায়িত্ব পালন করেন হাজী আলী আকবর এবং নির্বাচন সচিব হিসেবে ছিলেন মাস্টার মোহাম্মদ সাইফুদ্দিন মানিক, নির্বাচন কমিশনার হিসেবে দ্বায়িত্ব পালন করেন, সাইফুদ্দিন সাইফ,মোঃ জাহাঙ্গীর আলম ওয়াহেদ,ছমিউদ্দীন মেম্বার, আব্দুল মান্নান, নুরুল আক্তার, মোঃআলমগীর,দেলোয়ার হোসেন,মোরশেদ আলম প্রমুক। 

স্বতঃস্ফূর্ত ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হওয়া নির্বাচন পরিদর্শন ও পর্যবেক্ষন এ আসেন,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, শিল্পপতি আজিম আলী,মোঃশাহাজান ফারুকী,লায়ন মোহাম্মদ হাকিম আলী,কর্ণফুলী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহেদুর রহমান শাহেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃসেলিম হক,চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমদ,আওয়ামীলীগ নেতা নুর আহমদ,কামাল উদ্দিন চৌধুরী,মাঈনুদ্দীন চেয়ারম্যান,মিজানুর রহমান মিজান,সেলিম খান,আয়েশা আক্তার আয়েশা(মহিলা মেম্বার),আব্দুল মোনাফ মেম্বার,মাওলানা কামরুল ইসলাম আনোয়ারী,মাওলানা মোঃজাহেদুল আলম, আলাউদ্দিন মিয়া,মনির আহমদ বাহাদুর,জাফর আহমেদ, আবুল হোসেন, জাহাঙ্গীর আলম, জেবল হোসাইন,রহমত আলী ও মোঃসুমন সহ বিভিন্ন সামাজিক সংগঠক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ। 

 

উক্ত নির্বাচনে পরিদর্শন করতে আসা বিভিন্ন সামাজিক সংগঠক ও রাজনৈতিক নেতৃবৃন্দ নবীন কন্ঠ কে বলেন,আসন্ন ২৬ডিসেম্বর কর্ণফুলী উপজেলায় চারটি ইউনিয়ন এ অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন,আইনি জটিলতার কারণে হচ্ছে না  চরপাথরঘাটা ইউনিয়ন এ নির্বাচন ,তাই অন্যান্ন ইউপিতে নির্বাচনের আনন্দ থাকলেও সে আনন্দ থেকে বঞ্চিত চরপাথরঘাটার জনসাধারণ,কিন্তুু সদরঘাট সাম্পান মালিক কল্যাণ সমিতির নির্বাচনে দেখা যাচ্ছে ভিন্ন এক পরিবেশ,সবাই সুষ্ঠু ভাবে নিজেরদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন, এই যেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের হারানো সে আমেজ। 

 

১৫১ জন নারী-পুরুষ ও তরুণ ভোটারদের মধ্যে ১৬জন প্রার্থী প্রতিদন্ধীতা করে (চেয়ার) প্রতীক নিয়ে মোঃআলী এবং (জাহাজ) প্রতীক নিয়ে নুর মোহাম্মদ সাধারণ সম্পাদক সহ মোট আটজন নির্বাচিত হয়েছেন।

 

 

 



সবচেয়ে জনপ্রিয়