চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ আগস্ট রাতে উপজেলার চুনতি ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পল্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালা উদ্দিন হীরু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প নেই। শেখ হাসিনা সরকার যতো দিন ক্ষমতা থাকবে ততোদিন দেশের উন্নয়ন সম্ভব হবে। দেশের উন্নয়নের স্বার্থে আবারো এই সরকারকে ক্ষমতায় আনতে হবে। মডেল মসজিদ নির্মাণ করে তাক লাগিয়েছে বিশ্বকে।
লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার ও চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানে আলম জানু সওদাগরের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুনতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি হারুনর রশীদ রাসু, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হুদা, উপজেলা তাঁতী লীগের সভাপতি নাছির উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র লীগের মাদরাসা বিষয়ক উপ-সম্পাদক হামিম হোসেন রবিন, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, চুনতি ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহ আলম প্রমূখ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে নৈশভোজের আয়োজন করা হয়।