আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতকানিয়া থানা পুলিশের মতবিনিময় সভা।

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়া : | প্রকাশের সময় : বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১০:১২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

আসন্নশারদীয়দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দরভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে সাতকানিয়া থানা পুলিশের আয়োজনে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে সাতকানিয়া থানা পুলিশের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার    সাতকানিয়া থানার আয়োজনে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ ইয়াসির আরাফাতের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আবুল কালাম,ঢেমশা-চৌধুরীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব মোঃ ছৈয়দ ওমর সহ সাতকানিয়া থানায় কর্মরত সকল অফিসার-ফোর্সবৃন্দ।সাতকানিয়া থানা এলাকায় শারদীয় দূর্গাপূর্জা-২০২৩ নির্বিঘ্নে সফল ও শান্তিপূর্ণ ভাবে উদযাপন এবং পূজা চলাকালীন সময়ে সাতকানিয়া থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে পূজা মন্ডপের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং সংশ্লিষ্ট সকলের সহিত মত-বিনিময় সভা করে সাতকানিয়া থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চট্টগ্রাম জেলা কর্তৃক গঠিত সাতকানিয়া উপজেলার পূজা উদযাপন কমিটির আহবায়ক শ্রী আশুতোষ চক্রবর্তী ও সদস্য সচিব  শ্রী সৈকত পালিত (রাসেল) সহ সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। সভায় অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত আসন্ন শারদীয় দূর্গাপূর্জায় করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয়াদি সংক্রান্তে দিক- নির্দেশনা প্রদান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত পূজা সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করে একটি সুন্দর ও সফল পূজা উদযাপনের নিমিত্তে সকল প্রকার আইনী ব্যবস্থা গ্রহণ/ সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন।