আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

লোহাগাড়ায় “আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” বিষয়ক সেমিনার

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : সোমবার ১৩ নভেম্বর ২০২৩ ০৭:২২:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

“আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ” গড়ার লক্ষ্যে এই প্রদিপাদ্যকে সামনে রেখে লোহাগাড়ায় আইএফআইসি ব্যাংক পিএলসি এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

 

সোমবার (১৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় উপজেলার আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের হল রুমে শতাধিক ছাত্রীদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

আইএফআইসি ব্যাংক পিএলসি কেরানীহাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল হাসান এর সভাপতিত্বে ও লোহাগাড়া উপ-শাখার ইনচার্জ মো. আরিফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক। 

 

বিশেষ অতিথি হিসেবে উক্ত সেমিনারে আলোচনা পেশ করেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের সহকারী অধ্যাপক গোলাম রসূল টুটুল, প্রদীপ কুমার নাথ, আক্তার কামাল মতিন, আইএফআইসি ব্যাংক পিএলসি আধুনগর উপ-শাখার ইনচার্জ অনিক ভৌমিক, এসোসিয়েট অফিসার আদনান আহমেদ ও সহকারী অফিসার তানজিদ আক্তার।

 

সেমিনারে বক্তারা নারীদের উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা ও আইএফআইসি ব্যাংকের সঞ্চয় হিসাব খোলার অনূপ্রেরনা দেন। এছাড়া সহজভাবে সঞ্চয় হিসাব খোলে আর্থিক ভাবে লাভবান হওয়ার পরামর্শ দেন। এছাড়া এই ব্যাংকের যেকোন শাখায় সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত বলেও ঘোষনা দেন।

 

উক্ত সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মো. ইলিয়াছ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হারিমা বেগম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জেসমিন আক্তার, লোহাগাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, এশিয়ান টিবি প্রতিনিধি মো. সাইফুল ইসলাম প্রমূখ।