আজ রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় ২৫০০ পিস ইয়াবাসহ পটিয়ার যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া: | প্রকাশের সময় : মঙ্গলবার ২২ ফেব্রুয়ারী ২০২২ ০৪:৪৪:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ পটিয়ার  মো. সাজ্জাদ হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ। সে পটিয়া উপজেলার বরলিয়া পশ্চিম বারৈকারা এলাকার জাকির হোসেনের ছেলে।

গত ২১ শে ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চুনতি ফরস্টে অফিস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে এসআই গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ ১ পটিয়ার এদক কারবরীকে গ্রেপ্তার করেন থনা পুলশের একটি টিম। তার বিরুদ্ধে মাদ দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।