আজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপার গ্রেপ্তার

জাহেদুল ইসলাম, লোহাগাড়া : | প্রকাশের সময় : শনিবার ২৯ জুলাই ২০২৩ ০৮:৪৯:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ পাচার কারীকে গ্রেপ্তার করা হয়েছে। পাচার কাজে ব্যবহৃত কভার্ডভ্যান জব্দ করা হয়।

 

শনিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টার সময় লোহাগাড়ার চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন কাভার্ডভ্যান চালক বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ চাঁনপুর ইউনিয়নের বেপারী বাড়ির মৃত মোবারক আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৪) ও হেলপার কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের (৮নং ওয়ার্ড) উত্তর লেদা লামুনী পাড়ার মৃত আলী হোসেনের ছেলে আব্দুল আমিন(২৪)।

 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শরিফুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

 

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয় এলাকায় একটি কাভার্ডভ্যানে (ঢাকা-মেট্টো-ড-১১-৬৪১৬) তল্লাশি চালিয়ে ডেক্স বোর্ডের ভেতর বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১০ দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় পাচারকাজে জড়িত থাকায় গাড়ির চালক ও হেলপারকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়।