আজ রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

লোহাগাড়ায় ১ লক্ষ ঘণফুট বালু জব্দ, আটক হয়নি কেউ!

জাহেদুল ইসলাম, লোহাগাড়া: | প্রকাশের সময় : সোমবার ১৩ নভেম্বর ২০২৩ ০৩:৩১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ার ডলু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ১ লক্ষ ৩ হাজার ৫শ ঘনফুট বালু জব্দ করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।

সোমবার (১৩ নভেম্বর) সকারে উপজেলার পুটিবিলা এমচরহাট বাজার সংলগ ও পুটিবিলা পান্ত্রিশা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন নির্বহী ম্যাজিস্ট্রেটট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। এসময় উপস্থিত ছিলেন চুনতি ইউনিয়ন ভূমি অফিসের  সহকারী ভূমি কর্মকর্তা মো. ইদ্রিস, পুটিবিলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. নাছির উদ্দিন।

নির্বহী ম্যাজিস্ট্রেটট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল বলেন, উপজেলার পুটিবিলা ও চুনতি পান্ত্রিশা এলাকায় ডলু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অবিযান পরিচালনা করে ১ লক্ষ ৩ হাজার ৫শ ঘনফুট বালু জব্দ করা হয়। অভিযান টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে বালু উত্তোলন এর বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।