আজ বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১

লোহাগাড়ায় হাসপাতালের জেনারেটর রুমে আগুন, ক্ষতি ১০ লাখ টাকা

জাহেদুল ইসলাম, লোহাগাড়া : | প্রকাশের সময় : রবিবার ৯ অক্টোবর ২০২২ ০২:৩১:০০ অপরাহ্ন | দক্ষিণ চট্টগ্রাম

টানা বিদ্যুৎ বিপর্যয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় সাউন্ড হেলথ হাসপাতালের জেনারেটর রুমে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। রোববার ভোর রাত পৌনে ৫টার দিকে এ ভয়াবহ দুর্গটনাটি ঘটে বলে নিশ্চিত করেন সাউন্ড হেলথ হাসপাতালের ব্যবস্থাপক মো. সাহাব উদ্দিন। তিনি বলেন- হাসপাতালে ৬০ কিলোওয়াট ও ৮০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি জেনারেটর রয়েছে। বিদ্যুৎ চলে গেলে দিনের ৮০ কিলোওয়াট সম্পন্ন জেনারটের চাুল রাখা হয়। রাতের ৬০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন জেনারেটর চালু রাখা হয়। প্রতিদিনের ন্যায় ঘটনারদিন টানা বিদ্যুৎ না থাকায় রাত দেড় টায় চালু করা হয় ৬০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন জেনারেটর। ভোর রার হলেও বিদ্যুৎ না আসায় জেনারেটরে আগুন ধরে যায়। অনেক চেষ্টর পর সাতাকনিয়া ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এঘটনায় প্রয় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেনারেটর রুমে আগুনের লেলিহান দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর কাজে অংশ গ্রহণ করে। লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মো. মিজানুর রহমান মিজান জানান, হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে দ্রæত আগুন নেভানোর কাজে অংশ গ্রহন করি। হাসপাতালে ভর্তিকৃত রোগীরা এদিক ওদিক ছুটাছুটি করছিল। তাদের নিরাপদে নিয়ে আসা হয়। সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস.এম হুমায়ন জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রæত গতিতে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তাৎক্ষনিক এ ঘটনায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারাণা করছি, তবে ক্ষয়ক্ষতির পরিমান আরো বাড়তে পারে।