চট্টগ্রামের লোহাগাড়ায় দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে রিক্সা চালককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।
দণ্ডপ্রাপ্ত রাজা মিয়া (২৪) কক্সবাজারের পেকুয়া শীলখালী এলাকার বাদশা মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ বলেন, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাবার পথে গতিরোধ করে হাতে টেনে অন্যত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজনে রিক্সা চালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করেন। রিক্সা চালক যুবক ভ্রাম্যমাণ আদালতে নিজের দোষ স্বীকার করায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সে পেশায় একজন রিক্সা চালক। পরে সাজা পরোয়ানার মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণের লক্ষ্যে লোহাগাড়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।